Posts

Pronoun reference, Unclear Pronoun exercise with Answer for HSC examination

Image
Pronoun A pronoun is a word that take the places of noun. The noun that is replaced by a pronoun is called antecedent . (Noun এর পরিবর্তে যেসব word ব্যবহৃত হয় তাকে pronoun বলে) There are Eight kinds of pronoun: 1. Personal :  I, we, you, he, she, they,it. 2. Demonstrative:  This, These, that, those. 3. Reflexive :  myself, yourself, ouirself, themselves, himself, herself. 4. Indefinite :  One, someone, any, many, some, none etc. 5. Distributive :  Each, either, neither, everyone.  6. Reciprocal : Each other, one other, one another.  7. Interrogative:  who, which, whom what, when where etc. (Question mark should have finished the sentence)  8. Relative:  who, which, what (without qustion mark) Unclear Pronoun: Unclear Pronoun arrives when a pronoun could refer two or more than one antecedents.  Example : The level of sea water i(antecedents 1) increasing due to global warming (antecedents 2) . As it  ( pronoun)  is enter...

Complete the Sentence with suitable phrases/Words

Image
HSC ইংরেজি ২য় পত্রে খুব সহজে যে প্রশ্ন থেকে Mark obtain করা সম্ভব তা হচ্ছে complete the sentence with suitable phrases/ Words. এ প্রশ্নটি যেহেতু with clause থাকে অর্থাৎ box এ options দেওয়া থাকে সেহেতু কিছু important rules শিখলে সহজে বাছাই করে answer করা সহজ এবং full mark পাওয়া সহজ।    🔷 What if, what's it like, what does ---look like এর ব্যবহার। উপরের তিনটি phrases এর শুরুতে  WH question  (what)আছে স্বাভাবিকভাবেই Sentence  টির শেষে (?) চিহ্ন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে  box এ তিনটি option বা অন্যান্য interrogative sentence থাকলে আমি একজন পরিক্ষাত্রী  হিসাবে কিভাবে বাছাই করব সে কৌশল ও এই phrases  গুলো নিয়ে আলোচনা করব।  🔷 What if   - কি হবে যদি তা হয়  (a hypnotical question)  Question about something that could be happened in future.  Especially something had been bad. Structure : what if + Subject + verb+ other শেষে (?) চিহ্ন থাকবে।   ▶️ I have to reach Dhaka by 3.00 pm. _ the train is late?  ▶️ Sakib was asked...

Degree, Transformation of Degrees, Superlative to Comparative & Positive

Image
  Adjective যখন অন্য ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনা করে তখন তাকে Degree বলে। Grading এর সাপেক্ষে Adjective & Adverb দুই প্রকার ।  1. Gradible Adjectives & Adverbs  2. Non-gradible Adjectives & Adverbs শুধু Gradible Adjectives &Adverbs গুলোর   Degree হয়। Kinds of Degree :  1. Positive : সাধারণত যে Adjectives কোন ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনা করা হয় না তাকে Positive  Degree বলে। মনে রাখতে হবে Adjective এর মূল form হলো Positive Degree.  2. Comparative Degree : যে Adjective দুই জন ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনা করা বুজায় তাকে Comparative Degree বলে।  এক্ষেত্রে  Adjective এর Comparative form  এবং  তার পরে than any other / than most other/ All other  Note:  যখন দুজন ব্যক্তির selection করা বুঝায় তখন comparative Degree এর পূর্বে The এবং পরে of বসে। 3. Superlative Degree:  Adjective যখন দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনা করা বুঝায় তখন তাকে Superlative Degree বলে।  এক্ষেত্রে আমরা Adjective ...

Transformation of Sentence, Simple to Complex, Complex to Compound, Simple to Compound

Image
Transformation of Sentence : To Change the formation of sentences one to another without changing its meaning  (অর্থের পরিবর্তন না ঘটিয়ে একটি Sentence কে একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত করাকে Transformation (রূপান্তর) বলে। যেমন - নিচের পরিবর্তনগুলো Transformation Simple <>Complex  Simple <> Compound  Complex <> Compound যেহেতু Transformation of Sentence সকল Board & competitive Exam এর জন্য  গুরুত্বপূর্ণ। তাই বিস্তারিত আলোচনার পরিসর না বাড়িয়ে সহজে কিভাবে শিখা যায়, সেভাবে আলোচনা করার চেষ্টা করা হয়েছে।  আশা করি নিয়মগুলো অনুসরণ করে অনুশীলন করলে তোমাদের কোন সমস্যা হবে না। Simple sentence (সরল  বাক্য): A single subject,  single verb, and a complete thought.  Complex Sentence (জটিল বাক্য): at least one independent clause ( simple sentence) এবং one or more dependent clause. Compound Sentence(যৌগিক বাক্য): It Connects Two independent clauses typicality with coordinating conjunction like and, or, but. 🔘 Rule-1:একই Subject বিশিষ্ট when...

Transformation of Sentence, Affirmative to Negative, Assertive to Interrogative, Assertive to Exclamatory

Image
Transformation of Sentence : To Change the formation of sentences one to another without changing its meaning  (অর্থের পরিবর্তন না ঘটিয়ে একটি Sentence কে একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত করাকে Transformation (রূপান্তর) বলে। যেমন - নিচের পরবর্তনগুলো Transformation.  Affirmative <> Negative  Assertive <> Interrogative  Assertive <> Exclamatory  Active<> Passive Simple <>Complex  Simple <> Compound  Complex <> Compound  Positive <> Comparative  Positive <> Superlative  Comparative <> Superlative  যেহেতু অনেকগুলো Topics  সবগুলো এক পেজ এ  আলোচনা করলে consentation দিতে আপনাদের অসুবিধা হবে।  তাই আপনাদের সুবিধার জন্য  এ টপিক টি তিনটি পেজ এ ভাগ করে আলোচনা করব। JSC, SSC,& HSC সহ সকল ধরনের বাছাইকৃত পরীক্ষার জন্য এ টপিক টি very important.  Affirmative To Negative    ✡️Only /Alone এর ব্যাবহার  ➡️কোন ব্যাক্তি বুঝালে তার পরিবর্তে None but  ➡️...

Tag Question, What is Tag Question, Structure of Tag Question, Different rules of Tag Question

Image
 SSC  পরীক্ষাত্রীদের জন্য English Second Paper এ সবচেয়ে সহজে বেশি নম্বর তোলা যাবে তা হচ্ছে Tag Question। এ বিষয়টি একটু চিন্তা করে Rules গুলো অনুশীলন করলে সহজে ৫ এর মধ্যে ৫ তোলা সম্ভব।   Tag question এ প্রশ্ন সহ উত্তর লিখে underlined করে দিতে হবে। What is Taq Question?  ⚕️কথা বলার সময় বক্তা শ্রোতার স্বীকৃতি বা সমর্থন চেয়ে এর শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেয়,  তাকে Taq Question বলে। ⚕️ Statement behind a question in order to take an agreement from others.  ⚕️ বক্তা যে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে তার অনুমান সত্য কিনা তা যাচাই করার চেষ্টা করে তাকে Tag Question বলে।  Structure of Tag Question  ▶️ Sentence টি affirmative ( হ্যাঁ বোধক) হলে Question  টি না বোধক হবে। ▶️Sentence টি Negetive ( না বোধক) হলে Question  টি হ্যাঁ বোধক হবে। ▶️একাধিক Sentence থাকলে শেষ  Sentence অনুসারে Taq Question  হবে। ▶️ বাক্যে be verb ( am, is are, was,  were, have, has, had, shall, will) থাকলে question টি  ঐ be  verb বা Auxiliary ...

Spelling, The most Important Word generally we Misspelled

Image
  Spelling    প্রতিযোগিতা মূলক পরীক্ষায় জন্য  Spelling একটি গুরুত্বপূর্ণ টপিক। ব্যাংক, প্রাইমারি, BCS, University Admission Test  সহ সকল ধরনের চাকরি পরীক্ষায় এ টপিক থেকে পরীক্ষায় আসে। তাই practice এর জন্য কিছু গুরুত্বপূর্ণ word আপনারদের জন্য দিলাম। এখান থেকে Common পাবার সম্ভাবনা বেশি। শুধু পরীক্ষার জন্য নয় এখন  word spelling একটি জনপ্রিয়  knowledge Test. কিভাবে মনে রাখবে (How to remind these words)  ➡️Accommodation -  বাসস্থান (cco - mmo- dation)  ➡️ Adulteration - ভেজাল (Adult- e- ration)  ➡️ Apprehend -  ধরা বা গ্রেফতার ( App- reh- end)  ➡️ Belligerent - যুদ্ধরত ( Bell-i-ge-rent)  ➡️  Bureaucracy -  আমলাতন্ত্র (Bure- aucracy)  ➡️ Colleague -  সহকর্মী ( Colle- ague)  ➡️ Committee -  সমিতি (mm-i-tt-ee) ,➡️ Connoisseur - রসজ্ঞ ব্যক্তি ( nnoi- sseur)  ➡️ Corruption -  দুর্নীতি ( cor- rup- tion)  ➡️ Credential -  শংসাপত্র ( Cre- den- tial)  ➡️  Diarrh...