Tag Question, What is Tag Question, Structure of Tag Question, Different rules of Tag Question
SSC পরীক্ষাত্রীদের জন্য English Second Paper এ সবচেয়ে সহজে বেশি নম্বর তোলা যাবে তা হচ্ছে Tag Question। এ বিষয়টি একটু চিন্তা করে Rules গুলো অনুশীলন করলে সহজে ৫ এর মধ্যে ৫ তোলা সম্ভব। Tag question এ প্রশ্ন সহ উত্তর লিখে underlined করে দিতে হবে।
What is Taq Question?
⚕️কথা বলার সময় বক্তা শ্রোতার স্বীকৃতি বা সমর্থন চেয়ে এর শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেয়, তাকে Taq Question বলে।
⚕️ Statement behind a question in order to take an agreement from others.
⚕️ বক্তা যে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে তার অনুমান সত্য কিনা তা যাচাই করার চেষ্টা করে তাকে Tag Question বলে।
Structure of Tag Question
▶️ Sentence টি affirmative ( হ্যাঁ বোধক) হলে Question টি না বোধক হবে।
▶️Sentence টি Negetive ( না বোধক) হলে Question টি হ্যাঁ বোধক হবে।
▶️একাধিক Sentence থাকলে শেষ Sentence অনুসারে Taq Question হবে।
▶️ বাক্যে be verb ( am, is are, was, were, have, has, had, shall, will) থাকলে question টি ঐ be verb বা Auxiliary verb দিয়ে শুরু করতে হবে।
আবার model verb. থাকলে model verb (woud, should, can, could, may, might, must, ought to, need) ইত্যাদি দিয়ে শুরু করতে হবে।
কিন্তু be verb বা model verb না থাকে তাহলে, Verb এর form অনুসারে Do, Did, Does দিয়ে শুরু করতে হবে। present form হলে Do, Does এবং Past form did বসে। তবে কোন অবস্থায় Main verb বসানো যাবে না।
▶️ Subject এ Noun থাকলে, ঐ Noun এর pronoun বসাতে হবে।
Example :
Question: Karim will come tomorrow, ------?
Answer : Karim will come tomorrow, will not he?
উপরের বাক্যে be verb, ' will' আছে তাই প্রথমে will বসালাম, বাক্যটি হ্যাঁবোধক, তাই নাবোধক হিসাবে not বসালাম, subject টি noun Karim আছে তার পরিবর্তে he বসালাম। পুরুষ নামের পরিবর্তে he বসেছে।
Question : The poor are not always dishonest, ------?
Answer : The poor are not always dishonest, are they?
উপরের বাক্যে be verb, ' are' আছে তাই প্রথমে are বসালাম, বাক্যটি না বোধক , তাই হ্যাঁ বোধক হিসাবে not বসালাম না। subject টি The poor আছে তার পরিবর্তে they বসালাম। the poor দ্বারা গরিব শ্রেণি বোঝায় অর্থাৎ সমস্ত গরিব শ্রেণীকে বুজাচ্ছে তাই এর pronoun হিসেবে they বসেছে।
Question : We should obey our teacher, ---?
Answer :We should obey our teacher, Shoud not we?
উপরের বাক্যে model verb, ' should' আছে তাই প্রথমে should বসালাম, বাক্যটি হ্যাঁবোধক, তাই নাবোধক হিসাবে not বসালাম, subject টি pronoun we আছে তাই পরিবর্তন এর প্রয়োজন নেই we এর জায়গায় we বসেছে।
Question : They play football, ----?
Answer : They play football, do not they?
উপরের বাক্যে model verb বা be verb নেই সে ক্ষেত্রে আমাকে do, did, does দিয়ে question করতে হবে তাই আমি verb এর form দেখব। বাক্যে verb' play' present form এবং subject plural number আছে তাই do বসালাম। এখানে বাক্যটি হ্যাঁবোধক, তাই নাবোধক হিসাবে not বসালাম, subject টি pronoun they আছে তাই পরিবর্তন এর প্রয়োজন নেই they এর জায়গায় they বসেছে।
Question : Shila knows the incident, ---?
Answer : Shila knows the incident, does not she?
উপরের বাক্যে model verb বা be verb নেই সে ক্ষেত্রে আমাকে do, did, does দিয়ে question করতে হবে তাই আমি verb এর form দেখব। বাক্যে verb' knows' present form এবং subject singular number আছে তাই does বসালাম। এখানে বাক্যটি হ্যাঁবোধক, তাই নাবোধক হিসাবে not বসালাম, subject টি noun shila আছে তাই তার পরিবর্তে sheবসেছে।
Question : Akram saw him in the market, ----?
Answer: Akram saw him in the market, did not he?
উপরের বাক্যে model verb বা be verb নেই সে ক্ষেত্রে আমাকে do, did, does দিয়ে question করতে হবে তাই আমি verb এর form দেখব। বাক্যে verb' saw' see এর past form তাই সরাসরি did বসালাম । এখানে বাক্যটি হ্যাঁবোধক, তাই নাবোধক হিসাবে not বসালাম, subject টি noun Akram আছে তাই তার পরিবর্তে he বসেছে।
Other Rules of Taq questhis
➡️ Everybody, Everyone, Anybody, Anyone, Nobody, No one, Somebody, Someone, None, each, either, none of them, any of them, most of them, some of them, neither of them etc যদি কোনো statement এর Subject হিসেবে ব্যবহার হয় Taq question এ এদের pronoun হিসাবে they বসে।
Question : None can tolerate this,---?
Answer :None can tolerate this, can they?
Question : Every body loves her mother, -----?
Ans?wer : Every body loves her mother, do not they?
Question : Neither of them was responsible, ------?
Answer :Neither of them was responsible, were they?
➡️ Neither, - দুটির মধ্যে একটি ও না।, nothing, - কিছুই না, none- কেউ না, scarcely - না বললেই চলে, barely- নাম মাত্র, rarely - কদাচিৎ , hardly - কদাচিৎ , seldom - খুবই সামান্য ইত্যাদি Negative অর্থবোধক শব্দ statement এ থাকলে Tag question এ not বসে না।
▶️ Shamima rarely comes here, does she?
▶️ A barking dogs seldom bites, does it?
▶️ Nothing is impossible, is it?
➡️ Nothing, everything, anything, something সহ সকল বস্তু ও ইতর প্রাণীবাচক singular subject কোন statement এর subject হলে এদের pronoun হিসাবে Tag question এ it ব্যবহৃত হয়।
▶️ Water is an important elements of environment, is not it?
▶️ Anything can be happened, can not it?
➡️ ব্যাক্তি ও প্রাণীবাচক Plural subject ( যেমন- people, children, birds, cows, fishes) বা Addictive যখন বিশেষ শ্রেণীকে বোঝায়, তখন তার পূর্বে the বসে।এরূপ শ্রেণীবাচক Adjective কোন statement এর subject হলে এর pronoun হিসাবে Tag Question এ they বসে।
▶️ The rich are not always happy, are they?
▶️ The brave deserve the win, Don't they?
▶️ The virtuous never fall in danger, do they?
▶️ Birds can't fly, can they?
➡️ There, it - Statement এর Subject হলে Tag Question এ তা অপরিবর্তিত থাকে।
▶️ There is a game, is not there?
▶️ It's only drizzling, is not it?
➡️ Imperative Sentence এর ক্ষেত্রে Statement টি Don’t দিয়ে শুরু হলে Tag question এ will you ব্যবহৃত হয়। Main verb দিয়ে শুরু হলে will you/ won't you বসে।
▶️ Shut down the computer, will you/ won’t' you?
▶️ Respect the old, will you?
▶️ Don’t make noise, Will you?
➡️ Statement এ Let us বা (Let's) থাকলে৷ Tag Question এ Shall we, Let me থাকলে Shall I? ব্যবহৃত হয়। আবার Let এর সাথে অন্য object থাকলে will you বসে।
▶️ Let's go to walk, Shall we?
▶️ Let me solve the problem, Shall I?
▶️ Let him do the work, will you?
➡️ Statement এ যদি কোন ব্যক্তি/বস্তু নাম থাকে তাহলে Gender অনুসারে does not he/ does not she, Does not it/ don’t they বসে।
▶️ Sakib Al Hasan, ---?
Answer : Sakib Al Hasan, does not he?
▶️ Sania Mirza, ---?
Answer: Sania Mirza, does not she?
➡️ Statement এর Subject Inverted Comma এর ভিতরে থাকে তাহলে pronoun হিসেবে it ব্যবহৃত হয।
▶️ " I" is a pronoun,----?
Answer: "I" is a pronoun, is not it?
Exercise :
⚕️ He always legs behind, ---?
⚕️ You forgot my birthday, ---?
⚕️ Please put on the fan, ----?
⚕️You are talking about the admission test,---?
⚕️You broke the machine, ---?
⚕️ Farid is taller than than Hamid, ----?
⚕️ Everything looked beautiful, ---?
⚕️ The wind blows, ----?
⚕️ Nobody believes a liar, ---?
⚕️ Fortune favors the brave, ---?
⚕️ Tanvir hardly reads newspaper, ---?
⚕️ The moon shines at night, ---?
⚕️ Massey, ---?
⚕️Let us discuss the matter,---?
⚕️ We ought to obey our parents, ---?
⚕️ Nothing is certain, ----?
⚕️ You dare not drive at night, ---?
⚕️ "we" is a pronoun, ----?
⚕️ Let them discuss the matter, ---?
⚕️ Fishes can't fly, ----?
⚕️ Sinners suffer in the long run, ---?
⚕️ Last night he had a sound sleep, ---?
⚕️ Abir put the book on the table, --?
⚕️ Kindly do me a favor, ---?
Practice and Answer them in the comment box
You can also ask any question regarding this topic in the comment box.
I will check and answer you.
Very helpful
ReplyDelete