Complete the Sentence with suitable phrases/Words
HSC ইংরেজি ২য় পত্রে খুব সহজে যে প্রশ্ন থেকে Mark obtain করা সম্ভব তা হচ্ছে complete the sentence with suitable phrases/ Words. এ প্রশ্নটি যেহেতু with clause থাকে অর্থাৎ box এ options দেওয়া থাকে সেহেতু কিছু important rules শিখলে সহজে বাছাই করে answer করা সহজ এবং full mark পাওয়া সহজ। 🔷 What if, what's it like, what does ---look like এর ব্যবহার। উপরের তিনটি phrases এর শুরুতে WH question (what)আছে স্বাভাবিকভাবেই Sentence টির শেষে (?) চিহ্ন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে box এ তিনটি option বা অন্যান্য interrogative sentence থাকলে আমি একজন পরিক্ষাত্রী হিসাবে কিভাবে বাছাই করব সে কৌশল ও এই phrases গুলো নিয়ে আলোচনা করব। 🔷 What if - কি হবে যদি তা হয় (a hypnotical question) Question about something that could be happened in future. Especially something had been bad. Structure : what if + Subject + verb+ other শেষে (?) চিহ্ন থাকবে। ▶️ I have to reach Dhaka by 3.00 pm. _ the train is late? ▶️ Sakib was asked...