ইংরেজি সাহিত্যে Anglo Sexon যুগকে Old English Period বলে। ৫ম শতাব্দীতে ইংল্যান্ডের শাসনে ছিল ইংলিশ উপজাতি। সে সময় জার্মানি থেকে Jute, Angles and Sexon, রা ইংল্যান্ডে এসে ইংলিশ উপজাতিদের পরাজিত করেন। সেই সময় শুরু হয় Anglo-Sexon যুগের। ইংরেজি সাহিত্যে সূচনায় কবি ও তাদের কাব্যে - সাহিত্যের অলংকার পাওয়া যায়। তবে বেশির ভাগ কাব্য ও কবিতার কবিদের নাম জানা যায় নি। সেরকম বেশ কিছু কাব্য, মহাকাব্য ও কবিতা অজ্ঞাত কবিদের দ্বারা রচিত হয়েছে, কিন্তু ইংরেজি সাহিত্যেকে করেছে সমৃদ্ধ। তাদের মধ্যে Beowolf অন্যতম। এছাড়া পাওয়া যায় - 1. Widsith (পর্যটনকারীর গান) 2. The seafarer ( নাবিক) 3. Deor's Lament ( ডিওরের খেদ) 4. The wanderer (ভ্রমণকারী) 5. The Husband's Message ( স্বামীর বার্তা) 6. The Wife's Complaint ( স্বীর অভিযোগ) কিন্তু তখন পাওয়া যায় বিখ্যাত দুই জন কবির সাহিত্যকর্ম। তারা হলেন- Caedmon ( কীডমন), এবং Cynewulf (কেনেউলফ) Note: Anglo Sexon poetry was influenced by Christianity Anglo Sexon People were mainly warriors, hunters & travellers. Caedmon সপ্ত...
Comments
Post a Comment